Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হল-মার্ক চেয়ারম্যান জেসমিনের ৩ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ৩:৫৬ পিএম | আপডেট : ৬:৩৭ পিএম, ১১ জুলাই, ২০১৮

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় অভিযোগে দুদকের মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।



মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৩ নভেম্বর জেসমিন ইসলামকে স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায় দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী কমিশনে জমা দিতে বলা হয় কমিশন থেকে। পরে সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী। সময় বাড়ানোর পরও জেসমিন ইসলাম তার সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেননি।

‘নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী কমিশনে না দেওয়ার অপরাধে’ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর- ২৬ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

পরে ২০১৪ সালের ২২ অক্টেবর আদালতে চার্জশিট দাখিল করে দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হল-মার্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ