রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গৃহিণীসহ শিশুদের বেঁধে রেখে ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুই সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই প্রবাসীর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালপত্র লুটে নিয়েছে। এসময় বাড়ির গৃহিণীদের পিটিয়ে আহত করা হয়। উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা। জানা যায়, বৃহস্পতিবার মধ্যে রাতে ১২ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী ডাকাতদল মাইক্রোবাস যোগে এসে পুবেরগাঁও এলাকার সৌদি প্রবাসী ইসমাইল হোসেন ও ইকবাল হোসেনের ঘরের কেচি গেইটের তালা ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির গৃহিণী কুলসুম বেগম, হাজেরা বেগম, শিশু সিয়ামসহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এসময় ষ্টীলের আলমারী ভেঙ্গে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, দুটি এলইডি টেলিভিশন, মোবাইল সেটসহ বিভিন্ন মালপত্র লুট করে। বাধা দেয়ায় ওই দুই গৃহিণীকে পিটিয়ে আহত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।