বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : রেলে হামলকারীরা ইসলামবিরোধী, স্বাধীনতাবিরোধী ও মানবতার শত্রæ বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকেলে ৪টার ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, উন্নয়ন ব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধী চক্রটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে আড়াই কোটি টাকারও বেশি রেল সম্পদের ক্ষতি করেছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তাÐবের ঘটনায় মামলা হয়েছে, তদন্ত কমিটি হয়েছে। যারা এসব তাÐবলীলা চালিয়েছে তাদের ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেদিনের তাÐবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের যে ক্ষতি হয়েছে তা শতভাগ পূরণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। রেলস্টেশন পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ডেপুটি রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আরিফুজ্জামান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদত আলী, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমেদ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট আমিনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।