Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের বিমান টিকিট জরুরি ভিত্তিতে সংগ্রহের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

এ বছর ১৪ জুলাই শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ্জ ফ্লাইট। সরকারের সিদ্ধান্ত অনুসারে এ বছর ভিসার আগেই সকল এজেন্সিকে তাদের যাত্রীদের টিকিট সংগ্রহের আহবান জানানো হয়। এতদ্সত্বেও ২৫ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত বিভিন্ন হজ্জ ফ্লাইটের টিকিট এখনো নেয়নি কিছু সংখ্যক হজ্জ এজেন্সি। প্রায় ১২,৫০০ (বারহাজার পাঁচশত) টিকেট এখনও অবিক্রীত রয়েছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর সৌদী সরকার নির্ধারিত রুটের বাইরে অতিরিক্ত কোন হজ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করবে না বলে অবহিত করেছে।
এ প্রেক্ষিতে সুষ্ঠ হজযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হজ এজেন্সি সমূহকে দ্রুততার সাথে টিকেট সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ