রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া দুই কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে যশোরে। গত বুধবার সকালে পুলিশ যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বহরামপুর শ্মশানঘাট থেকে তাদের লাশ উদ্ধার করে। গত বুধবার সকালে স্থানীরা মন্দিরে পূজা করতে এসে পুকুরে পড়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঝিনাইদহের কালীগঞ্জ নিহতদের পরিবারের লোকজন সেখানে যেয়ে তাদের পরিচয় নিশ্চিত করে। পরিবারের লোকজনর অভিযোগ, গত ২৫ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে সাদা পোশাকের ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোক শামীম মাহমুদ এবং ১৮ মার্চ আবুজার গিফারী নামে দু’জনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। ছেলের খোঁজে উভয় পরিবারের সদস্যরা থানায় জিডি ও সংবাদ সম্মেলন করে। নিখোঁজ শামীম কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের আবুজার গিফারী যশোর এমএম কলেজের বাংলায় অনার্স ৩য় বর্ষের ছাত্র ও কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের নুর ইসলামের ছেলে। নিখোঁজ আবুজার গিফারীর পিতা নুর ইসলাম বলন, তার একামত্র পুত্র আবুজার গিফারী গত ১৮ মার্চ নিজ গ্রামের মসজিদে জুম্মার নামায শেষে বাড়ি ফেরার পথে দুটি মটরসাইকেলে ৪ জন ব্যক্তি গিফারীর পথরোধ করে। তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গিফারীর হাতে হাতকড়া দিয়ে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি পুত্রকে বিভিন্ন জায়গা খুঁজে না পেয়ে ২২ মার্চ কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।