Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু সমঝোতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন ও জার্মানি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বার্লিন সফররত লি কেকিয়াং-এর সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মার্কেল বলেন, অনেক আলোচনার পর ইরানের সঙ্গে যে পরমাণু সমঝোতা সই হয়েছে তাতে সব পক্ষের স্বার্থ রক্ষিত হয়েছে। এ সময় চীনা প্রধানমন্ত্রী বলেন, এই সমঝোতা ভেঙে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। মার্কিল আরো বলেন, “পরমাণু সমঝোতার প্রতি আমরা প্রতিশ্রæতিবদ্ধ রয়েছি। আমরা মনে করছি এটি একটি ভারসাম্যপূর্ণ চুক্তি।” তিনি আরো বলেন, “সমঝোতার আগে ইরানের সঙ্গে হয়ত আরো আলোচনা করা যেত। কিন্তু তারপরও আমি মনে করি এই সমঝোতা বহাল রাখাই ভালো।” তবে একই সঙ্গে জার্মান চ্যান্সেলর বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করলে মার্কিন সরকার যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে তা থেকে বাঁচাতে বার্লিন তেমন কিছুই করতে পারবে না। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে নিজেদের দায়িত্বে ইরানের সঙ্গে বাণিজ্য করতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। এর আগে সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং ইরানের পরমাণু সমঝোতা বহাল রাখার জন্য বেইজিং জোর চেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেন। সেইসঙ্গে তেহরানের ওপর পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আগের আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের ঘোষণা দেয় বলেন, এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশ ও কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় ফেলবে ওয়াশিংটন। আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ