Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক কোটির ঘর ছাড়িয়েছে হাই প্রেসার-২

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ঈদুল ফিতরে প্রচারিত বৈশাখী টেলিভিশনের সাতদিনের ধারাবাহিক নাটক ‘হাই প্রেসার-২’ এখন টিআরপি’র শীর্ষে অবস্থান করছে। শুধু টিআরপি নয়, ইউটিউবেও এ নাটকের ভিউয়ার্স সংখ্যা এক কোটির উপরে। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল রিপোর্টও প্রচার করে। মোশাররফ করিম অভিনীত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। মোশাররফ করিম ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন নাদিয়া, ফারুক আহমেদ, আ খ ম হাসান, জামিল প্রমুখ। নানা কৌতুক আর হাস্যরসে ভরপুর এ নাটকটি দর্শকদের মন জয় করে নেয়। বিশেষ করে এ নাটকে মোশাররফ করিম ও জামিলের কয়েকটি দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। টিভি নাটকের ক্ষেত্রে এমন ঘটনা বিরল। নাটক নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, বিশ^কাপ ফুটবল নিয়ে উন্মাদনা এখন বিশ^ব্যাপী। এরপরও হাই প্রেসার-২ নাটকের জনপ্রিয়তার খবর শুনে খুব ভাল লাগছে। আমরা মনে করি, এটা আমাদের একটা অর্জন। এ অর্জন আমরা অব্যাহত রাখতে চাই। আমাদের উদ্দেশ্য দর্শকদের বিনোদন দেয়া। সেক্ষেত্রে আমরা অনেকটাই সফল হয়েছি ভেবে ভাল লাগছে। এ সাফল্যের অংশীদার বৈশাখী টিভির সবাই। তাদের পরিশ্রম আর সহযোগিতার কারণেই এমন সাফল্যের পথে হাঁটছি আমরা। সবাইকে সঙ্গে নিয়ে আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাই প্রেসার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ