Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিলাবৃষ্টি ও ঝড়ে ফল ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রায় ঘণ্টাব্যাপী এ শিলাবৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আধা পাকা বোর ধান, গাছের কাঁচা আম, লেবু, পেঁপে, সজনে ডাটা, কড়লা, জিঙা, চিচিংগাসহ এ সময়ের বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোর আবাদ হয়েছে। শিলা বৃষ্টিতে ১ হাজার ৮শ’ হেক্টর জমির প্রায় ২৫ ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কটিয়াদী পৌর এলাকা, আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া ও বানিয়াগ্রাম, মসূয়া ইউনিয়নের বেতাল, চর আলগী, জালালপুর ইউনিয়নের জালালপুর, ফেকামারা, চরপুক্ষিয়া, বনগ্রাম ইউনিয়নের কিছু জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শুক্রবার কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক শফিকুল ইসলাম ও স্থানীয় কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ