বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু জোবায়ের (১৫) নামে ৯ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। আবু জোবায়ের রামগড় পৌরসভার চৌধুরিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু জোবায়ের সোমবার বিকাল ৫টার দিকে পরীক্ষা শেষে মাঠে খেলা করার পর কয়েকজন বন্ধুসহ স্কুলের পুকুরে গোসল করতে যায়। গোসল করে বন্ধুরা পুকুরের ঘাটে ফিরে আসলেও জোবায়েরকে না দেখে খুঁজতে থাকে। এক পর্যায়ে মাঠে খেলারত সহন্ধুদের সহায়তায় পানিতে ডুবন্ত অবস্থায় তাকে খুঁজে পায়। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
তার বড় ভাই মাওলানা আব্দুস সামাদ জানান, সে সাঁতার জানতো না। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহবন্ধু, স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।