Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতাসীনদের ভয়ে বিএনপি প্রার্থী দিতে পারেনি ২ ইউনিয়নে

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা
গত ৭ এপ্রিল ছিল চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন জেলায় শেরপুর সদর উপজেলার ৬ ইউনিয়ন এবং ঝিনাইগাতি উপজেলার ৭ ইউনিয়নসহ মোট ১৩ ইউনিয়নের মনোনয়নপত্র দাখিল করা হয়। কিন্তু ১৩ ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নে সরকারি দলের নানা ভয়-ভীতি ও চাপে প্রার্থী হতে পারেনি বিএনপির কোন প্রার্থীই। এ অবস্থায় সদর উপজেলার বিএনপি অধ্যূষিত পাকুড়িয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী না থাকায় বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে চলছে চরম ক্ষোভ। তারা তাদের প্রার্থীর দাবিতে মিছিল পর্যন্ত করেছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী জানান, আমাদের ওই ইউনিয়নের আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কসহ কয়েকজন প্রার্থী নির্বাচনের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলে আমরা তাদের সমঝোতা করার চেষ্টা করি। কিন্তু পরর্তীতে যাকেই মনোনয়ন দেয়ার জন্য বলি তিনিই অসম্মতি জানান। স্থানীয় নেতাকর্মীরা জানান, সরকারি দলের এক প্রভাব শালী নেতা প্রার্থী হওয়ায় তার ভয়ে কেউ এখানে প্রার্থী হতে পরেনি। এ অবস্থায় পাকুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের এক সভা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। সভায় পাকুড়িয়া ইউনিয়নের আহ্বায়ক হালিম সরকার ও শওকত জামান রিপনের বিরুদ্ধে সরকারি দলের প্রার্থীর ভয়ে মনোনয়ন না নেয়া এবং তাদের দোষ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীর উপর চাপানোর অভিযোগে তাদের বিরুদ্ধে। নাস্তা প্রদান করে তাদেরকে বিএনপির কমিটি থেকে অব্যহতি দেয়ার জন্য জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহমুদুল হক রুবলের বরাবরে আবেদন করেছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় সরকারি দলের চাপে ও ভয়ভীতিতে রৌহা ইউনিয়নেও বিএনপির কেউ মনোনয়নপত্র দাখিল করতে পারেনি।
সবশেষ গত ১০ এপ্রিল মনোনয়ন বাছাইয়ের দিন কামারিয়া ইউনিয়নের বিএনপির প্রার্থী সুলতান আহামেদ স্বনের প্রস্তাবক ও সমর্থককে সরকারি দলের সমর্থিত প্রার্থীর লোকজন আটকে রাখায় বাছাই অনুষ্ঠানে আসতে পারেনি। ফলে তার মনোনয়নও বাতিল হওয়ার পথে। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী সরকারি দলের এ কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির প্রার্থীদের পুনরায় মনোনয়ন দাখিলের সুযোগ এবং প্রস্তাবক সমর্থক আটকে রেখে প্রার্থিতা বাতিলের চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার প্রার্থিতা বহাল রাখার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষমতাসীনদের ভয়ে বিএনপি প্রার্থী দিতে পারেনি ২ ইউনিয়নে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ