Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১:১৫ এএম

জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান গুরুতর অসুস্থ। গতকাল সোমবার সকাল ১১টায় তাকে রাজধানীর আসাদ গেট সংলগ্ন কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দ্রত আরোগ্য কামনায় জাগপা ও জাগপা পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা, ডায়াবেটিকস সহ জটিল রোগে ভুগছেন। 

গতকাল সোমবার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী রেহানা প্রধান ৭২ এ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ধারাবাহিক রাজনীতির সূচনা করেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ত্যাগ রয়েছে। দীর্ঘ ১৩ বছর জাগপার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২১ মে শফিউল আলম প্রধানের আকস্মিক ইন্তেকালের পর ভারপ্রাপ্ত সভাপতি ও ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হয়েছেন। ###

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাগপা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ