রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জাকের উল্লাহ চকোরী, কক্সবাজার থেকে
আগামী ২৩ এপ্রিল ততৃীয় ধাপের ইউপি নির্বাচন। কক্সবাজারের চকরিয়ায় ১২টি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বহাল থাকা চেয়ারম্যান ও মেম্বার পদের ৬০৮ জন প্রার্থীর মাঝে ইতোমধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা তাদের দপ্তরে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন। এদিন প্রতীক পেয়েছেন চেয়ারম্যান পদে ৫০জন, সংরক্ষিত ওয়ার্ডে ১৩৪জন ও সাধারণ ওয়ার্ডে পুরুষ মেম্বার পদে ৪২৪ জন প্রার্থী। এদিকে প্রতীক বরাদ্দের পর চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নেমে পড়েছেন ভোটযুদ্ধে। বর্তমানে উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে ভোটের আমেজ পরিলক্ষিত হচ্ছে। সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, এদিন চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ফাসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী এহেছানুল হক (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক মাইন উদ্দিন হাসান শাহেদ (আনারস)। হারবাং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলাম মিরান (নৌকা), বিএনপির প্রার্থী ছাবের আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর (আনারস)। কাকারা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত ওসমান (নৌকা) ও বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ছাবু (ধানের শীষ)। সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম (নৌকা), বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা রোস্তম শাহরিয়ার (ঘোড়া), জাহাংগীর আলম (আনারস) ও বিএনপির প্রার্থী সাইফুল কবির চৌধুরী (ধানেরশীষ)। বরইতলী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী (নৌকা), বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (মোটরসাইকেল), বিএনপির প্রার্থী জালাল আহমদ সিকদার (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী এসএম জাহাংগীর আলম (আনারস)। কৈয়ারবিল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী (নৌকা), বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী (ধানের শীষ) ও আওয়ামী লীগের বিদ্রোহী মক্কী ইকবাল হোসেন (আনারস) ও জাতীয় পাটির (এরশাদ) প্রার্থী ফয়জুল গনী (লাঙ্গল)। খুটাখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান (আনারস), আওয়ামী লীগের প্রার্থী বাহাদুর হক (নৌকা), বিএনপির প্রার্থী আনিসুর রহমান (ধানের শীষ), জাতীয় পাটির (মঞ্জু) প্রার্থী সাংবাদিক এমএইচ আরমান চৌধুরী (বাইসাইকেল), জাতীয় পার্টি (এরশাদ) মুহাম্মদ আবদুর রহমান (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী জয়নাল আবেদিন (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী আরাফাত কামাল জিকু (অটোরিক্সা), মাইন উদ্দিন (রজনীগন্ধা) ও কুতুব উদ্দিন (টেলিফোন)। সাহারবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাতামুহুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল (নৌকা), বিএনপির প্রার্থী নুরুল আমিন চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ আবদুল হাকিম (আনারস)। বমুবিলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন (নৌকা), বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল মতলব (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী কফিল উদ্দিন (আনারস), জাতীয় পাটি (এরশাদ) মো. সোলাইমান (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান (ঘোড়া)। ডুলাহাজারা ইউনিয়নে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া (ধানের শীষ), আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোছাইন (নৌকা), জাতীয় পাটি (এরশাদ) প্রার্থী নুরুল আমিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী কলিম উল্লাহ (চশমা), নুরুল আলম (মোটর সাইকেল), আবু ছৈয়দ (ঘোড়া) ও নজির আহমদ (আনারস)। লক্ষ্যারচর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ.ম বুলেট (নৌকা), বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালেব চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক (আনারস), স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফা কাইছার (ঘোড়া) ও ফরিদুল আলম (চশমা)। চিরিঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ জসিম উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান কেএম ছালাহ উদ্দিন প্রকাশ খাজা ছালাহ উদ্দিন (মোটর সাইকেল), জামাল হোসেন চৌধুরী (আনারস) ও সাহাব উদ্দিন (চশমা)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।