রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নিজেই অভিনব উপায়ে প্রচারণায় নেমেছেন। আসন্ন ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের জাতীয় পার্টির প্রার্থী মূলগ্রাম ইউনিয়ন জাপা’র সভাপতি মো. মাহমুদুল হাসান মাদু। তিনি পেশায় একটি মাদ্রাসার কর্মচারী এবং গ্রাম্য পশু ডাক্তার হিসেবে পরিচিত। আগামী ২৩ এপ্রিলের ইউপি নির্বাচনে তিনি মূলগ্রাম ইউনিয়ন জাপা’র এককপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার কোনো ক্যানভাচার নেই। তিনি নিজিই হ্যান্ডমাইক নিয়ে মোটরসাইকেলে চড়ে প্রচারণায় নেমেছেন। বিভিন্ন রাস্তার মোড়ে, হাটবাজারে মোটরসাইকেল থামিয়ে হ্যান্ডমাইকে নিজের ভোট প্রার্থনা করছেন। প্রচারণার জন্য তার কোনো কর্মী নেই। তিনি এলাকার মাদক ব্যবসা, রেলের চোরাকারবারী, সন্ত্রাস দমনে সক্রিয় হবেন বলে হ্যান্ডমাইকে প্রচার করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।