প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সালমান খান এরই মধ্যে ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১২’র ‘এক থা টাইগার’ এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর এখন তিনি সিরিজের তৃতীয় পর্ব নির্মাণের পরিকল্পনা চলছে। ভারতের আভ্যন্তরীণ বাজার এবং বহির্বিশ্বে প্রথম দুটি পর্বের ব্যাপক সাফল্যই তৃতীয় আরেকটি পর্ব নির্মাণকে অনুপ্রাণিত করেছে। নতুন এই প্রয়াসের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছে : “সালমান খান টাইগারের ভূমিকায় তৃতীয় পর্বে ফিরবেন বলে নিশ্চিত হয়েছে। সত্যি কথা বলতে যশ রাজ ফিল্মস আলি আব্বাস জাফরের (‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালক) কাজে এতোটাই সন্তুষ্ট যে তারা তৃতীয় পর্ব পরিচালনার জন্যও তাকে প্রস্তাব দিয়েছে। এই সূত্র আরও জানিয়েছে তৃতীয় পর্বের কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সূত্র বলেছে : “চলচ্চিত্রটি নির্মাণের জন্য প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে আর সালমান খান চলচ্চিত্রটির অংশ হতে রাজি হয়েছেন। এখন আসন্ন চলচ্চিত্রটির খুঁটিনাটি নিয়ে কাজ করা হচ্ছে। আশা করা হচ্ছে বছরের শেষে সব চূড়ান্ত হবে।” জানা গেছে কিছুদিনের মধ্যেই চিত্রনাট্যে হাত দেয়া হবে এবং কয়েক মাসের মধ্যে তা সালমানকে দেখান হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।