Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ৩:৫৪ পিএম
রাজধানীতে পৃথকভাবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দিনগত রাত ও আজ সোমবার সকালে খিলগাঁও ও খিলক্ষেতে এ দুর্ঘটনাগুলো ঘটে।
 
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, সোমবার সকালে খিলক্ষেত খাঁপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন (১৪) এক কিশোর। এসময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল।
 
এদিকে, রবিবার রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে রেললাইনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে (৩০) এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ