Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বিএনপির প্রতিকী কর্মসূচীতে পুলিশের বাধা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১:৩১ পিএম
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফরিদপুরে বিএনপির প্রতিকী অনশন কর্মসূচী পালনকালে বাধা দিয়েছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের মসজিদ বাড়ি সড়কে ডায়বেটিক হাসপাতালের সামনে এ অবস্থান কর্মসূচী শুরু হলে সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সহ-সভাপতি আজম খান ও মাজেদ মিয়া, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
 
কিছুক্ষণ পর কোতয়ালী থানা পুলিশ এসে কর্মসূচী পণ্ড করে দেয়। শাহজাদা মিয়া জানান, কর্মসূচী পালনের জন্য তারা জেলা প্রশাসনের নিকট লিখিত অনুমতি চেয়ে চিঠি দেন। কিন্তু তাতে কর্ণপাত না করে তাদেরকে কর্মসূচী পালন করতে দেয়া হচ্ছে না। তিনি এর নিন্দা জানান এবং খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
 
একই সময়ে শহর বিএনপির উদ্যোগেও গোয়ালচামট স্বর্ণকুঠির মার্কেটে প্রতিকী অনশন কর্মসূচী শুরু হয়। শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজাউল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সিনিয়র সহ-সভাপতি এমএ সাত্তার নান্নু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, আক্তারুজ্জামান বিলু প্রমুখ বক্তব্য দেন। একপর্যায়ে সেখানেও পুলিশ পৌছে কর্মসূচী পন্ড করে দেয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ