Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইসি সরকারের দাস’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশন এখন সরকারের দাস। খুলনায় যে নির্বাচন হয়েছে তার ফলাফল দেখেছেন। মৃত ব্যক্তি ভোট দিয়ে চলে যায়! বোঝেন তাহলে কীরকম নির্বাচন হয়েছে? গাজীপুরে কী হয়েছে তাও আপনারা দেখেছেন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০ বি ধারা বাতিল, নতুন রাজনৈতিক দল, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের বিকাশে নির্বাচন কমিশন ও সরকারই প্রধান অন্তরায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা রাজনৈতিক দল নিবন্ধনের বিধি সংস্কারের দাবি তোলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, গাজীপুরের নির্বাচনের বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন কমিশন বলেছে যে সুষ্ঠু নির্বাচনের কোনো সংজ্ঞা নেই। তাহলে এই কমিশন কি আপনাদের (রাজনৈতিক দল) নিবন্ধন করতে দেবে? বর্তমান সিইসিসহ নির্বাচন কমিশনারদের নির্বাচন সম্পর্কে অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, যে আওয়ামী লীগ এক সময় মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করেছে, সেই আওয়ামী লীগ এখন ভোটাধিকারকে ভয় পাচ্ছে, ভোটের অধিকারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এটা তাদের ঐতিহাসিক রাজনৈতিক পরাজয়।
আওয়ামী লীগের বিল্ডিংটা উপরের দিকে উঠছে, কিন্তু তার নীতি-নৈতিকতা, রাজনীতি, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বেচ্ছাচারিতা একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে।
গণসংহতির প্রধান সমস্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের সুস্থ বিকাশে বাধা সৃষ্টি করছে। এই নিবন্ধন আইন গণতান্ত্রিক নয়, এটি রাজনৈতিক দলের মৌলিক অধিকার খর্ব করার শামিল বলে মনে করি।
এসময় ডাকসুর সাবেক ভিপি ও জাসদ নেতা মুশতাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক সংসদ সদস্য তাসনীম রানা, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি কাজী রেজাউল হোসেন বক্তব্য রাখেন। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ