Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শূন্য পাসের অজুহাতে মাদরাসা বন্ধ অযৌক্তিক -বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গতকাল এক বিবৃতিতে বলেছেন, পাবলিক পরীক্ষায় পাস না করাসহ বিভিন্ন অজুহাতে ২০২টি মাদরাসা বন্ধ করে দেয়া হয়েছে। আরো আড়াইশ’ মাদরাসা বন্ধের তালিকা হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা গেছে। এটা ইসলামী শিক্ষা বন্ধ করার গভীর ষড়যন্ত্রের অংশ। সরকার এসব প্রতিষ্ঠানের দান অনুদান ও সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কোনো ভাবেই বন্ধ করে দেয়া যুক্তিসঙ্গত হতে পারে না। অনেক মাদরাসা রয়েছে সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির আগ থেকে প্রতিষ্ঠিত এবং সেসব মাদরাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। সুতরাং মাদরাসাগুলো বন্ধের কারণে এসব ছাত্রছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এসসব মাদরাসার এমপিওভুক্তি, সরকারি স্বীকৃতি বাতিল হতে পারে, কিন্তু কোনোভাবে মাদরাসা বন্ধ হতে পারে না। নেতৃবৃন্দ বলেন, মাদরাসা বন্ধ হলে একই নিয়ম কানুন পালন না করে বহু স্কুল চলছে। কিন্তু সেসব স্কুল বন্ধ করা হয়নি। আমাদের সন্দেহ হচ্ছে, শিক্ষা বিভাগের কিছু অসৎ এবং ইসলামবিরোধী কর্মকর্তার দুর্নীতির কারণেই এসব মাদরাসা স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত হয়ে থাকতে পারে। তাই বন্ধ হওয়া এসব মাদরাসার নিম্ন শ্রেণির ছাত্রছাত্রীরা যাতে লেখাপড়া করতে পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ