Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসে রোনালদো!

৮৮ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ৯:৫৮ পিএম

তবে কী বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটাই সত্যি হচ্ছে!

বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর সময়ে ফুটবল বিশ্বে নতুন আলোড়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রান্সফার। যদিও অফিসিয়াল কোন সিদ্ধান্ত এখনো আসেনি। এই মৌসুম শেষেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ছেন সিআর সেভেন। ক্লাব পরিবর্তন করে জুভেন্টাসে যুক্ত হচ্ছেন পর্তুগিজ এই সুপারস্টার। ইতালিয়ান ক্লাবটির সাবেক সিইও লুসিয়ানো মোজ্জি জানিয়েছেন, ‘আমার জানা মতে সে ইতোমধ্যে জুভদের সঙ্গে ৮৮ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন রোনালদো। মেডিক্যাল টেস্ট করতে তিনি ইতোমধ্যে মিউনিখে গিয়েছেন।’

ইতালিয়ান এক টেলিভিশনকে ৮০ বছর বয়সী মজ্জি বলেন, ‘আমার মতে, সে এরই মধ্যে চুক্তি করে ফেলেছে এবং মিউনিখে জুভেন্টাসের মেডিক্যাল পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর আমি এমনটাই মনে করছি।’

মজ্জি আরো জানান, ২০০২ সালেই স্পোর্তিং সিপি থেকে রোনালদোকে জুভেন্টাসে আনার চেষ্টা চালিয়ে ছিলেন তারা। প্রস্তাবিত ওই দল-বদলে নিজেদের চিলিয়ান স্ট্রাইকার মার্সেলো সালাসকে স্পোর্তিংয়ে দেওয়ার কথা ছিল জুভেন্টাসের। সেটা শেষ পর্যন্ত আর হয়নি। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান রোনালদো।

রোনালদোকে পেতে মুখিয়ে আছেন জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগে ফ্রান্সের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মাতুইদিকে এ গুঞ্জন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি মিথ্যা বলব না, এটা দারুণ হতে পারে। আমি যে ক্লাবে আছি সেই ক্লাবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় থাকাটা দারুণ হতে পারে। তাকে পেলে খেলাটা আরও উপভোগ করবো।’

২০০৯ সালে রিয়ালে নাম লেখানো রোনালদো ক্লাবটির হয়ে নয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ জিতেছেন অসংখ্য শিরোপা। গড়েছেন ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।



 

Show all comments
  • maksudul alam ৬ জুলাই, ২০১৮, ১১:০৯ পিএম says : 0
    welcome cr7
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ