Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

 ইব্রাহিমের সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষে ইন্দোনেশিয়ায় সফরে গিয়েছেন মালয়েশিয়ার পিকেআর নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। সফরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী ও তার মেয়ে মাহারাণী। বুধবার আনোয়ার তার ইন্টাগ্রামে বলেন, ‘মালয়েশিয়ার পুনর্নির্মাণের চেতনা নিয়ে সা¤প্রতিক রাজনৈতিক পরিবর্তনসহ অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। দ্য স্টার অনলাইন।

দু’মেয়র খুন
ইনকিলাব ডেস্ক : প্রকাশ্য দিবালোকে ফিলিপাইনের এক সিটি মেয়রকে হত্যার একদিন পরই আততায়ীর গুলিতে আরেক সিটি মেয়র নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে কাবানাতুয়ান শহরের কাছাকাছি এলাকায় নুয়েভা এচিহা প্রদেশের জেনারেল টিনিও শহরের মেয়র ফার্দিনান্ড বোতে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন বলে সিএনএনকে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ হওয়ার পর উদ্ধার করে বোতেকে এমভি গাইয়েগো হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। সিএনএন।

কেনিয়ায় নিহত ৯
ইনকিলাব ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবির দক্ষিণ-পূর্বে একটি মহাসড়কে বুধবার ট্রাক ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নয়জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। প্রতিবেদনে জানা যায়, কেনিয়ার মাকেউমি কাউন্টির সুলতান হামুদ নামক এলাকার নাইরোবি-মোম্বাসা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে থাকে। মাকেউমি কাউন্টির কমিশনার মোহাম্মেদ মালিম বার্তা সংস্থা সিনহুয়াকে স্থানীয় সময় রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে থাকে বলে নিশ্চিত করেন। সিনহুয়া।

পাল্টাতে পারে ইরান
ইনকিলাব ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন বা আইএইএ’র সঙ্গে তেহরানের সহযোগিতার মাত্রায় পরিবর্তন আনা হতে পারে। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ’র প্রধান ইউকিয়া আমানোর সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, পরমাণু সমঝোতার প্রতি অনুগত দেশগুলো যদি তেহরানের অধিকার নিশ্চিত করতে না পারে তাহলে ইরান এ সমঝোতা থেকে বেরিয়ে যেতে পারে। পার্সটুডে।

হিন্দু মিল বন্ধ
ইনকিলাব ডেস্ক : বিমান যাত্রার খাবার মেন্যু থেকে ‘হিন্দু মিল’ বন্ধ করে দিচ্ছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস। বিমান সংস্থাটি জানিয়েছে, ‘হিন্দু মিল’ বন্ধ করার উদ্যোগ নেয়া হলেও হিন্দু যাত্রীরা এখন থেকে অগ্রিমভাবে তাদের আঞ্চলিক নিরামিষ খাবার বেছে নিতে পারবেন মেন্যু থেকে। এ মেন্যুতে থাকবে বিভিন্ন ধরনের ধর্মীয় খাবার যেমন নিরামিষ জৈন খাবার, নিরামিষ ভারতীয় খাবার, কোষের মিল ও বিফ ছাড়া আমিষও। এনডিটিভি।

ছেলে বিক্রি
ইনকিলাব ডেস্ক : পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা। মা-ই সন্তানের সবচেয়ে আপনজন। তবে যে মা দশ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে সন্তানকে আলোর মুখ দেখান, সেই মা যখন নিজের সন্তানকে বেচে দেন অন্যের কাছে, তখন ওই মাকে কী বলে আখ্যায়িত করা যায়। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের এক মায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। তিনি তার সাত বছরের এক সন্তানকে দুই ব্যক্তির কাছে বিক্রি করে দেন। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ