Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান

জয়পুরহাট জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৮ এএম

শিক্ষা, সাস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সঙ্গীত, ক্রীড়া ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি হিসাবে জয়পুরহাট জেলার ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে স্থানীয় বেসরকারী সংস্থা জাকস ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নূরে আমীনের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আ.ত.ম আব্দুল্লাহেল বাকী, সহকারী পুলিশ সুপার একরামুল হক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুনির হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক কাউসার আহমেদ প্রমুখ।
পরে জেলার মুক্তিযুদ্ধ সংগঠক, সাংবাদিক, রবীন্দ্র গবেষক আমিনুল হক বাবুল, ভাষা সৈনিক ডাঃ আজিজার রহমান, শিক্ষাবীদ অধ্যক্ষ ম. নুরুন্নবী, অধ্যপক লোকমান হেসেন, অধ্যাপক মাহফুজা বেগম সহ জেলার ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, রাজনীতিবীদ, সাংবাদিক এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মাননা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ