পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ফাহমিদুল হককে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের (বিএনপি-জামায়াতপন্থী) শিক্ষকরা এক বিবৃতিতে বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফাহমিদুল হক যেভাবে লাঞ্ছিত হয়েছেন তা কোন সভ্য সমাজে কল্পনাও করা যায় না। লাঞ্ছনার ঘটনা দেখে আমরা স্তম্ভিত, বাকরুদ্ধ এবং ক্ষুব্ধ। আইনের পোষাক পরিহিতদের কাছ থেকে এ ধরণের আচরণ অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত এবং নিন্দনীয়। যারা এ কাজটি করেছেন তারাও কোন না কোন শিক্ষকের ছাত্র ছিলেন। বিশ^বিদ্যালয়ের একজন অধ্যাপকের কোমরের বেল্ট খামছে ধরে টানাহেঁচড়া করার চিত্র তাদের বিবেককে কি একবারও নাড়া দেয় না? তারা বলেন, জাতি হিসেবে এ ঘটনা আমাদের জন্য চরম লজ্জাজনক। প্রফেসর ফাহমিদুল হকের সাথে যে অশোভন আচরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি দাবি করেন।
সাদা দলের আহŸায়ক প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খানসহ প্রায় দুই শতাধিক শিক্ষক এই বিবৃতি দিয়েছেন। তারা হলেন- প্রফেসর ড. মো: আবদুর রশীদ, প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. সদরুল আমিন, প্রফেসরড. মো. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রফেসরড. মো. আবুল কালাম সরকার, প্রফেসর মো. আতাউর রহমান বিশ্বাস, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসরড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর মুক্তার আলি, প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রফেসরড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রফেসর মো. মাহফুজুল হক, প্রফেসর ড. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রফেসর ড. মোঃ গোলাম রব্বানী, প্রফেসর ড. লায়লা নূর ইসলাম, প্রফেসর ড. মামুন আহমেদ, প্রফেসর ড. দিলীপ কুমার বড়ূয়া, প্রফেসর ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, প্রফেসর আ কা ফিরোজ আহমদ, প্রফেসর ড. আবদুল আজিজ, প্রফেসর হোসনে আরা বেগম, প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, প্রফেসর মোঃ মুজাহিদুল ইসলাম, প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান নিজামী, প্রফেসর আহমেদ জামাল আনোয়ার, ড. মোবাশ্বের মোনেম, কাওসার হোসেন টগর, এম এ কাউসার, মোহাম্মদ দাউদ খান, ড. মুর্শিদা বেগম, মৌটুসী তানহা, মো. রফিকুল ইসলাম, ড. মঈনুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।