Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনাদের সতর্কতা যুক্তরাষ্ট্র ভ্রমণে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চীনের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটনের চীনা দূতাবাস। বাণিজ্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় সর্বসা¤প্রতিক এ সতর্কতা জারি করা হল। চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পণ্যের উপর শুল্কারোপের পরিকল্পনা ঘোষণার পর দু’দেশের মধ্যে বাণিজ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দূতাবাস থেকে চীনা পর্যটকদের যেসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ব্যয়বহুল চিকিৎসা বিল, বন্দুক হামলা ও ডাকাতি, অকারণ হয়রানি করতে কাস্টমস এজেন্টদের তল্লাশি বা বাজেয়াপ্তকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রতারণা এবং প্রকৃতিক দুর্যোগ অন্যতম। বৃহস্পতিবার চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া সতর্কবার্তায় বলা হয়, “যুক্তরাষ্ট্রে জনগণের নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশা। সেখানে প্রায়শই বন্দুক হামলা, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে।” সেকারণে “চীনা পর্যটকরা যুক্তরাষ্ট্র ভ্রমণে আসলে তাদের নিজেদের চারপাশ এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা উচিত। সেইসঙ্গে একা নাইট ক্লাবে যাওয়া এড়িয়ে চলাই উত্তম।”
নিষেধাজ্ঞা মানবে না বেইজিং
এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বেইজিং মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। গত মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে চীন। ইরানের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে উল্লেখ করে লু ক্যাং বলেন, বেইজিং ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না। আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রæতি অনুযায়ী তেহরানের সঙ্গে সহযোগিতা ও লেনদেন চালিয়ে যাবে বেইজিং। এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র হুয়া চুনিং ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেছিলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে তেহরানের সঙ্গে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে বেইজিং। মার্কিন সরকার গত মে মাসে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছে, আগামী ছয় মাসের মধ্যে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। ওয়াশিংটন ইরানবিরোধী নিষেধাজ্ঞায় শামিল হতে ইউরোপীয় দেশগুলোসহ বিশ্বের সব দেশের প্রতি আহŸান জানিয়ে বলেছে, তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে মার্কিন সরকার। তবে এরইমধ্যে বিশ্বের অনেক দেশ ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সূত্র : সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রমণে

২৭ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ