নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপে নিজেদের ইতিহাসে কখনো যা করতে পারেনি, সেটাই করল ইংল্যান্ড। টাইব্রেকারে গড়ানো আগের তিন ম্যাচে তিনবারই হেরেছিল ইংল্যান্ড। অবশেষে টাইব্রেকার জয় করলো ইংলিশরা। কলম্বিয়াকে ভাগ্য পরীক্ষায় ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে সাউথগেটের শিষ্যরা।
স্পার্টার মস্কোতে আক্রমণে ইংল্যান্ড এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল করার তেমন ভালো সুযোগ আসেনি। বরং মাঠে উত্তেজনা ছড়িয়েছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে রেষারেষি। এমনই এক ঘটনায় জর্ডান হেন্ডারসনকে মাথা দিয়ে হালকা গুতো মেরে হলুদ কার্ড দেখে পার পেয়ে যান উইলমার বাররিওস। দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি আর জড়াজড়ি। কেইনের ওপর পেছন থেকে অযথা চড়াও হয়ে ইংল্যান্ডকে পেনাল্টি উপহার দেন কার্লোস সানচেস, দেখেন হলুদ কার্ড। ৫৭তম মিনিটে ওই স্পটকিক থেকে ঠাÐা মাথায় টুর্নামেন্ট নিজের ষষ্ঠ গোলটি করেন এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কেইন।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে সমতা ফেরানো গোল। মাতেয়াস উরিবের জোরালো শট দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে সেভ করেছিলেন জর্ডান পিকফোর্ড। ওই কর্নার থেকেই লাফিয়ে ওঠা দীর্ঘদেহী ডিফেন্ডার মিনার হেডে বল মাটিতে এক ড্রপ থেয়ে জালে জড়ায়। গোললাইনে থাকা ট্রিপিয়ার বলে মাথা লাগিয়েও ফেরাতে পারেনি। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে ড্যানি রোজের শট একটুর জন্য চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ১২০ মিনিট শেষেও তাই ১-১ এ সমতা, কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
বিশ্বকাপে তিনবার টাইব্রেকারে গিয়ে তিনবারই ইংল্যান্ড হেরেছিল বলে শঙ্কা ছিল সমর্থকদের মনে। তবে এবার পেনাল্টি শুটআউটে আর তালগোল পাকায়নি সাবেক চ্যাম্পিয়নরা। প্রথমটাতে গোল করলেন ফ্যালকাও, পরেরটাতে কেন আবারও দারুণ স্পটকিকে গোল করলেন। কুয়াদদ্রাদোও পরের শটে গোল করলেন, মিস করলেন না রাশফোর্ডও। ২-২ তে সমতা। মুরিয়েল গোল করে এগিয়ে দিলেন কলম্বিয়াকে, ৩-২। প্রথম স্পটকিক মিস করলেন হেন্ডারসন, দুর্দান্ত ভাবে ঠেকিয়ে দিলেন ওসপিনা। ওরিবের পরের শট ফিরে পোস্টে লেগে, সেই ২-২তে সমতা। পরেরটিতে গোল করে ট্রিপিয়ের এগিয়ে দিলেন ইংল্যান্ডকে। কার্লোস বাক্কার স্পটকিক ঠেকিয়ে দিলেন পিকফোর্ড। মাথা ঠাÐা রেখে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে শেষ আগে তোলেন এরিক ডায়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।