পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বাড্ডা থেকে গতকাল দুপুরে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলোÑ জসিম উদ্দিন, জাকির হোসেন ও মজিবর রহমান।
র্যাব-৭ এর সিনিয়র এএসপি মো. নুুরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকায় গেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়ড্রন লিডার সাফায়েত জামিল ফহিমের নেতৃতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। আটকৃতরা কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রির কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।