Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দিল্লিতে নাট্যোৎসবে প্রাঙ্গণেমোর-এর নাটক আমি ও রবীন্দ্রনাথ

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রাঙ্গণেমোর-এর ৯ম প্রযোজনা নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চে আসে ১১ ফেব্রুয়ারি এবং ইতিমধ্যে নাটকটির ৭টি প্রদর্শনী হয়েছে। মাত্র দুই মাসের মধ্যে ভারতের দিল্লি থেকে ডাক এসেছে নাটকটি মঞ্চায়নের। দিল্লির ‘গ্রিনরুম থিয়েটার (জি.আর.টি.) কালচারাল সোসাইটি’র উদ্যোগে ১৫ থেকে ১৮ এপ্রিল দিল্লির মুক্তধারা অডিটোরিয়ামে ‘ইন্দো-বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব’-এর আয়োজন করা হয়েছে। উৎসবের শেষ দিন ১৮ এপ্রিল মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি। ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। নূনা আফরোজ নাটকটি নির্দেশনার পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা করেছেন। সঙ্গীত পরিকল্পনায় রামিজ রাজু ও আলোক পরিকল্পনায় তৌফিক রবিন। অথৈ একদিন তার বন্ধুর সাথে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে বেড়াতে যায়। কুঠিবাড়ি দেখতে দেখতে এক সময় অথৈ একাই দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। হঠাৎ অথৈয়ের সামনে এসে হাজির হন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি অথৈকে কুঠিবাড়ি ঘুরিয়ে দেখার আহ্বান জানান। অথৈ ভুলে যায় তার বন্ধুসহ পৃথিবীর সবকিছু। সে রবীন্দ্রনাথের সাথে কথা বলতে থাকে। অথৈয়ের সামনে পর পর হাজির হয় ২৯ বছর, ৬৯ বছর, ২১ বছর ও ৮০ বছরের ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথ। এই চার বছরের রবীন্দ্রনাথের সাথে অথৈয়ের কথা হয় সেই সময়ের রবীন্দ্রনাথের ব্যক্তিজীবন ও তাঁর সৃজনশীলতা নিয়ে। আর রবীন্দ্রনাথের প্রতিটি বয়সের সাথে অথৈও বদলে যেতে থাকে ভিন্ন ভিন্ন চরিত্র ও বয়সে। বিভিন্ন বয়সী রবীন্দ্রনাথের সাথে অথৈয়ের কথপোকথনের মধ্য দিয়ে উঠে এসেছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও তাঁর ব্যক্তিজীবনের নানা দিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লিতে নাট্যোৎসবে প্রাঙ্গণেমোর-এর নাটক আমি ও রবীন্দ্রনাথ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ