Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম


মার্কেল-স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি
ইনকিলাব ডেস্ক : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অভিবাসন বিষয়ে তার স্বরাষ্ট্রমন্ত্রী হোরস্ট সীহোপারের সঙ্গে একটি চুক্তি করেছেন। এই বিতর্ক নিয়ে তার সরকার হুমকির মুখে রয়েছেন এমন কথা অস্বীকার করে তিনি সোমবার একথা বলেন। অভিবাসন সংকট নিয়ে আলোচনার কয়েক ঘণ্টা পর সিএসইউ দলের প্রধান বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছেছি।’ এএফপি।


ল্যাভরভ-জাভেদ
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের মধ্যে টেলিফোনে আলাপকালে তারা সিরিয়া সমস্যার সমাধান, আসন্ন পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বেশি জোর দিয়েছেন। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, ‘এ দুই কূটনীতিক রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পঞ্চম ক্যাস্পিয়ান সম্মেলন এবং সিরিয়া সংকট নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।’ তাস।


দিল্লিতে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : ভারতে রাজধানী দিল্লীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ২ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। মৃদু এই ভূকম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে সূত্র জানায়। সিনহুয়া।


বিস্তৃত হচ্ছে
ইনকিলাব ডেস্ক : রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা কর্তৃক ফেইসবুক ইনকর্পোরেটেডের তথ্য অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান তদন্ত আরও বিস্তৃত হচ্ছে। কেমব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ফেইসবুক যেসব ব্যবস্থা গ্রহণ করেছে এবং যে বিবৃতিগুলো দিয়েছে সেগুলোও তদন্তের আওতায় নেওয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। রয়টার্স।


ম্যানচেস্টার পুলিশ
ইনকিলাব ডেস্ক : গত মাসে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি রেস্তোরাঁয় এক তরুণীর হিজাব খুলে নেয়ার চেষ্টার জন্য অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ ওই সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করেছে এবং তাকে কেউ সনাক্ত করতে পারলে পুলিশের কাছে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের রাজ্যের পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বোস্টন নিউজ।


ইরানি কূটনীতিক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সে নির্বাসিত ইরানের বিরোধীদের একটি বৈঠকে বোমা হামলার পরিকল্পনার সন্দেহে এক ইরানি কূটনীতিকসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলজিয়াম। একই সন্দেহে ফ্রান্সেও তিন ব্যক্তিকে গ্রেফতারের পর দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ইরানি কূটনীতিককে জার্মানি থেকে গ্রেফতার করা হয়। ইরানের নির্বাসিত বিরোধীদের জোট প্যারিসভিত্তিক ন্যাশনাল কাউন্সিল অব রেসিস্ট্যান্স অব ইরান (এনসিআরআই)। ইরানের সরকার উৎখাতে এই জোটটি কাজ করে যাচ্ছে। মিডল ইস্ট আই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ