Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ঘুষিতেই প্রাণ গেল প্রধান শিক্ষকের

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

নেত্রকোনার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে ছাত্রের অভিভাবকের ঘুষিতে। আর এ ঘটনা ঘটেছে কলমাকান্দা উপজেলার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের নাম মো. দেলোয়ার হোসেন দুলাল (৫০)।
প্রধান শিক্ষকের মৃত্যুর খবর শুনে গতকাল সোমবার সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে কলমাকান্দায় বিক্ষোভ মিছিল বের করেন। গত রোববার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু হয়। তার বাড়ি কলমাকান্দার পোগলা গ্রামে। গত শনিবার সকালে কলমাকান্দার উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ঘুষি মারার ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোনায়েম তালুকদার সাংবাদিকদের জানান, দেলোয়ার হোসেন মৃত্যুর আগে সব কথা বলে গেছেন। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মারুফ আহমেদকে ফি দিয়ে ষান্মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। ছেলের কাছ থেকে এই কথা জেনে তার বাবা চাঁন মিয়া ক্ষিপ্ত হন।
তিনি জানান, কয়েকজনকে নিয়ে চাঁন মিয়া বিদ্যালয়ে হাজির হয়ে প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাঁন মিয়া প্রধান শিক্ষকের বুকে সজোরে ঘুষি মেরে সঙ্গীদের নিয়ে দ্রæত বেরিয়ে যান। ঘুষিতে আহত দুলালকে চিকিৎসার জন্য প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মমেক হাসপাতালে নেয়া হয়।
এদিকে ঘটনার ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।



 

Show all comments
  • কামরুজ্জামান ৩ জুলাই, ২০১৮, ৩:০৫ এএম says : 0
    অপরাধীদের কঠোর বিচার হওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম চঞ্চল ৩ জুলাই, ২০১৮, ৩:০৬ এএম says : 0
    থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি বলে কী পুলিশ বসে থাকবে ?
    Total Reply(0) Reply
  • John ahmed ৩ জুলাই, ২০১৮, ৬:০৭ এএম says : 0
    A worst crime happened.police don't know and doing nothing.a strange jungle country.
    Total Reply(0) Reply
  • Mizanur Rahman ৩ জুলাই, ২০১৮, ১:১৪ পিএম says : 0
    কোটা আন্দোলনকারীদেরকে যে মারতে মারতে থানায় নিয়ে যায়, তখন কার লিখিত অভিযোগে নিয়ে যায়? আর এখন খুনি সন্ত্রাসী কে ধরতে লিখিত অভিযোগ লাগবে। বাহ! কি তেলেসমতি কারবার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক

১৪ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ