Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ লাঠিয়াল বাহিনী কমরেড খালেকুজ্জামান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের এই বর্বর হামলার বিচার করতে হবে। ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নির্মম নৃশংস হামলা, পুলিশী হামলা ও গ্রেফতারের ঘটনায় প্রতিবাদে তিনি এসব কথা বলেন। তিনি অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহŸান জানান। কমরেড খালেকুজ্জামান বলেন, সংসদে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রæতিতে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করেছিলেন তা দীর্ঘ সময়েও বাস্তবায়নের সুনির্দিষ্ট কোন উদ্যোগ নেই। বাধ্য হয়েই পুনরায় ছাত্ররা কর্মসূচি ঘোষণা করছে। সেখানে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা, গ্রেফতারের ঘটনায় দেশবাসীর মনে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক যে সরকার প্রতিশ্রæতি দিয়ে দীর্ঘসূত্রিতার মাধ্যমে কালক্ষেপণ করছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলে পড়ে ছাত্রলীগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। ছাত্রলীগ নারী শিক্ষার্থীদেরও লাঞ্চিত করেছে। ছাত্রলীগের এই আচরণ শিক্ষার গণতান্ত্রিক পরিবেশকে ভুলুন্ঠিত করছে। ভিন্ন মত দমনে ছাত্রলীগ সরকারের লাঠিয়ালের ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে। অবিলম্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের এই বর্বর হামলার বিচার এবং কোটা পদ্ধতি সংস্কার করে সরকারি প্রজ্ঞাপন অবিলম্বে প্রকাশ করার দাবিও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ