Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্ররা সরকারের চরিত্র উন্মোচন করেছে বদরুদ্দীন উমর

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্ররা সরকারের গণবিরোধী চরিত্র উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি প্রখ্যাত লেখক-দার্শনিক বদরুদ্দীন উমর। গতকাল এক বিবৃতিতে তিনি এবং তার দলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের পেটোয়া ছাত্র সংগঠন ছাত্রলীগ গুন্ডারা সাধারণ ছাত্র অধিকার স্বার্থ সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা এ ন্যাক্কারজনক হিং¯্র ঘটনার তীব্র নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগে ছাত্রছাত্রীদের ওপর এই হামলার পেছনে সরকারের মদদ রয়েছে।
বদরুদ্দীন উমর সরকারী চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের ন্যায়সঙ্গত দাবীতে আন্দোলনরত সাধারণ ছাত্রদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রজ্ঞাপন জারী না করে সরকার সময়ক্ষেপণের যে কৌশল নিয়েছে। পাশাপাশি ছাত্রদের গ্রেফতার হয়রানি মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের গণবিরোধী চরিত্র উন্মোচিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ