Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপুলার ডায়াগনস্টিককে ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মেয়াদুত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর ধানমÐি-২ নম্বর সড়কের পপুলার ডায়গনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুরের দিকে র‌্যাব-২ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ জরিমানা করেন।
সরওয়ার আলম জানান, মূলত তিন ধরণের অনিয়মের কারণে ডায়গনস্টিক সেন্টারটিকে জরিমানা করা হয়েছে। প্রথমতÑ তাদের ব্যবহৃত রি-এজেন্টসহ অন্যান্য রাসায়নিক উপাদানগুলোর মেয়াদ এক থেকে দেড় বছর আগে শেষ হয়ে গেছে। এ ছাড়া এসব রি-এজেন্ট যথাযথ তাপমাত্রায় রাখার কথা থাকলেও তারা সেটিও রাখেনি। দ্বিতীয়তÑ অভিযানকালে পাওয়া ইনজেকশনগুলোর মেয়াদ ৩ মাস আগে শেষ হয়ে গেছে। এ সব ইনজেকশন তারা জেনে-শুনেই ব্যবহার করে আসছিলো। তৃতীয়তÑডায়গনস্টিক সেন্টারটিতে এমন অনেক ওষুধ পাওয়া গেছে যেগুলোর মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এ সব অনিয়মের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার কারণে প্রতিষ্ঠানটির মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, গত বছরও প্রতিষ্ঠানটিতে অনেক অনিয়ম পাওয়া গিয়েছিল। সে সময় তাদের জরিমানা করা হলেও তারা সংশোধন হয়নি। এবার প্রতিষ্ঠানটিকে সিলগালা করতে চেয়েছিলাম। কিন্তু রোগীদের কথা ভেবে তা করা হয়নি। তবে আবারও অভিযোগের প্রমাণ মেলে বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন। মানুষের জন্য ক্ষতিকর এ সব ডায়গনস্টিক সেন্টার থাকার চেয়ে না থাকাই ভালো বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর একই অভিযোগে প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপুলার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ