Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে আ‘লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ৮:৩৭ পিএম

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার সকালে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন বিএনপির জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ। অভিযোগে কামরানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।আলী আহমদ জানান, মনোনয়নপত্র দাখিলের দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ছিলেন; যাতে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এছাড়া কামরানের পক্ষে তার স্ত্রী আসমা কামরান ও ছেলে ডা. আরমান আহমদ শিপলুসহ সরকার দলের নেতাকর্মী নগরীতে প্রকাশ্যে লিফলেট বিতরণ করছেন। এই বিএনপি নেতা বলেন, আচরণবিধি অনুযায়ী আগামী ১০ জুলাই প্রতীক বরাদ্দের আগে প্রচারণার কোন সুযোগ নেই। কামরানের পক্ষে সরকার দলের নেতাকর্মীদের আগাম প্রচারণায় নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে উলে¬খ করে আলী আহমদ বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেওয়ার পাশাপাশি সহযোগিতা কামনা করা হয়েছে। এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটি মিটিংয়ে বাইরে আছি। আমার কাছে কোনো অভিযোগ আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ