Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াল গুঞ্জন উড়িয়ে লিভারপুলেই সালাহ

২০২৩ সাল পর্যন্ত মিসরীয় তারকাকে রেখে দিয়েছে ইংলিশ দলটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ৬:৪৮ পিএম

পাঁচ বছরের জন্য লিভারপুলের সাথে নতুন করে চুক্তি করলেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। এর মাধ্যমেই রিয়াল মাদ্রিদে যাওয়ার সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিলেন লিভারপুলের এই ফরোয়ার্ড। সেই সাথে ক্লাবটির সাথে ২০২৩ সাল পর্যন্ত থাকার বন্দোবস্তও করে ফেললেন তিনি।

রোমা থেকে লিভারপুলে এসেছিলেন সালাহ গত মৌসুমেই। আর প্রথম মৌসুমে এসেই বিশ্বকে তাক লাগিয়ে একের পর এক গোল করে রোনালদো-মেসিকে টেক্কা দিচ্ছিলেন। আর দুর্দান্ত এই পারফর্মেন্সের কারণে রিয়াল মাদ্রিদের নজরে পড়েছিলেন।

তবে সালাহর সাথে লিভারপুলের নতুন এই চুক্তি সবকিছুর অবসান ঘটিয়ে দিল। সালাহর চুক্তি নিয়ে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘আমার মনে হয় এটা তেমনই একটা খবর যা আমরা দেখতে চেয়েছি। তার চুক্তি দুইটা বিষয় বুঝায়। তা হলো, লিভারপুলে তার বিশ্বাস এবং তার মধ্যে আমাদের বিশ্বাস।’

গত মৌসুমে মাত্র ৩৬.৯ মিলিয়ন দিয়ে রোমা থেকে সালাহকে কিনেছিল লিভারপুল। আর প্রথম মৌসুমেই সালাহ ৫২ ম্যাচে ৪৪টি গোল করে তাক লাগিয়ে দেয় পুরো বিশ্বকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ