Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ৫:৩২ পিএম


আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে বাকি ৬ জনের মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়েছে। সোমবার মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাইকালে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হচ্ছেন- এহসানুল হক তাহের, মুক্তাদির আহমদ তাপাদার ও কাজী জসিম। এরা তিনজনই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যে ৬ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়েছে তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপিসাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম (বিদ্রোহী প্রার্থী), ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের ও সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর এর আগে গতকাল রবিবার থেকে মনোনয়ন বাছাই শুরু হয়। প্রথম দিনে ১০ প্রার্থীর জমা দেয়া মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এর মধ্যে ৭ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং ৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ