Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমামের চেষ্টায় প্রাণ বাঁচল খ্রিস্টানদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নাইজেরিয়ার এক গ্রামে একজন ইমামের চেষ্টায় প্রাণ বাঁচল পাশের গ্রামের খ্রিস্টানদের। লুটেরাদের ভয়ে প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালাতে থাকা খ্রিস্টানদের নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছিলেন ওই ইমাম। পালিয়ে আসা খ্রিস্টান গ্রামবাসীদের ওপর হামলা চালাতে হামলাকারীদের দলটি পাশের ওই মুসলমান অধ্যুষিত গ্রামে গিয়েও উপস্থিত হয়েছিল।
সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, হামলাকারীরা ম‚লত যাযাবর গোষ্ঠীর সদস্য । অন্যদিকে হামলার শিকার হওয়া ব্যক্তিরা পেশায় কৃষক, তারা ম‚লত খ্রিস্টান। আক্রান্ত খ্রিস্টান স¤প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুর ৩টার দিকে তাদের গ্রামে হামলা চালানো হয়। হামলাকারীরা সংখ্যায় প্রায় ৩০০ জন। তাদের সবার কাছে ছিল অস্ত্র। এলোপাতাড়ি গুলির পাশাপাশি ঘরে অগ্নিসংযোগও করে হামলাকারীরা। গুলির মুখে গ্রামবাসীরা পালাতে বাধ্য হন। এমন কি নিরাপত্তা চৌকি পার হয়ে যাওয়ার পরও গুলি বন্ধ হয়নি। হামলার প্রাবল্যে নিরাপত্তারক্ষীরাও চৌকি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। প্রায় ঘণ্টা খানেকের পথ পাড়ি দিয়ে তারা পৌঁছান ওই ইমামের গ্রামে। আশ্রয়প্রার্থীদের দেখে ইমাম সাহেব নারী, পুরুষ ও শিশু সহ ২৬২ জন নিজের বাড়ি ও মসজিদে লুকিয়ে রাখেন।
তিনি বলেন, ‘আমি প্রথমে নারীদের আমার বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখি। তার পর পুরুষদের নিয়ে যাই মসজিদে। হামলাকারী খ্রিস্টান কৃষকদের খোঁজে ইমাম সাহবের গ্রামে উপস্থিত হয় এবং তাকে ওই গ্রামবাসীদের মসজিদ থেকে বের করে দিতে বলে। নাইজেরিয়ার ওই ইমাম মসজিদে লুকিয়ে রাখা খ্রিস্টান কৃষকদের বের করে দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু তাতেও আশ্রয়গ্রহণকারীদের বের করে দিতে অস্বীকৃতি জানান ইমাম। তিনি বরং এক পর্যায়ে মসজিদের প্রবেশ মুখে শুয়ে পড়েন এবং হামলাকারীদের চলে যেতে অনুনয় বিনয় করেন। শেষ পর্যন্ত হামলাকারীরা ওই গ্রাম থেকে চলে যায়। যাওয়ার আগে তারা নিকটবর্তী দুইটি গির্জায় আগুন ধরিয়ে দিয়ে যায়। বিবিসি লিখেছে, ওই গ্রামগুলো যে এলাকায় অবস্থিত সেখানে ধর্মীয় উত্তেজনা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নাইজেরিয়ায় শুধু ২০১৮ সালেই শত শত মানুষ মারা গেছে পশু পালনের তৃণভ‚মির দখল নিশ্চিত করতে ও পশু ছিনিয়ে নিতে গিয়ে।

 



 

Show all comments
  • Md.Showkat Hossain ২ জুলাই, ২০১৮, ৯:৪৭ এএম says : 0
    Actually Islam is a complete court of life. So,no religious people should not be harassment by Islam.But will get the security.So, i support the role of that Imam in Nigeria. This the teach of Islam, Allah Rabbil Alamin & Prophet Mohammed (sm). Always have to follow all Human being. No, terrorism in Islam. Thanks Md.Showkat Hossain Bangladesh
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ