Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে স্কুলছাত্র হত্যা মূল আসামিসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর খিলগাঁওয়ে আল-আমিন নামে এক স্কুল ছাত্র হত্যা মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলÑ মূল আসামি সোহরাব এবং তার দুই সহযোগি তানভীর হোসেন শুভ ও আরিফুল ইসলাম আরিফ। গতকাল নন্দীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি মশিউর রহমান।
তিনি বলেন, সোহরাব আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে আল আমিনকে হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া এ ঘটনায় তারা ৬ জন জড়িত ছিল বলে সে আদালতকে জানিয়েছে। তাদের মধ্যে সোহরাবসহ তিনজনকে গেফতার করা হয়েছে। উল্লেখ্য, আল আমিন পশ্চিম নন্দীপাড়ার ঢাকা মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় খিলগাঁওয়ের নন্দীপাড়া গোলাবাড়ি ব্রিজের ওপর পূর্ব শত্রæতার জের ধরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ