Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবানল সৃষ্টির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বনে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের খরা পীড়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকা দাবানলের ঘটনার মধ্যে ওই লোকের লাগানো দাবানলটি অন্যতম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই দাবানলে বহু ঘরবাড়ি পুড়ে গেছে ও ওই এলাকার কয়েকশ’ বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। সন্দেহজনক নাশকতার ঘটনায় শনিবার ৫২ বছর বয়সী ইয়েস্পা জোয়াগেনসেনকে হেফাজতে নিয়ে যায় পুলিশ। কলরাডোতে বর্তমানে যে ১০টি দাবানল চলছে তার মধ্যে সবচেয়ে জোরালো ‘স্প্রিংস ফায়ার’ এর আগুন জোয়াগেনসেনই লাগিয়েছিল বলে সন্দেহ পুলিশের। কোস্টিলা কাউন্টি শেরিফ দপ্তরের ফেইসবুক পেইজে দেওয়া তথ্য থেকে এমনটিই জানা গেছে। জোয়াগেনসেন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হলে তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছেন কোস্টিলা কাউন্টির ডিটেনশন কর্মকর্তা। তবে জোয়াগেনসেন কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ