রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটা অংকের টাকার বিনিময়ে আ.লীগের দলীয় মনোনয়ন বিক্রির অভিযোগ উঠেছে। মনোনয়ন বিক্রির অভিযোগ করেছেন উয়ার্শী ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ওই ইউনিয়নে দলের মনোনয়ন প্রার্থী মো. ফরহাদ আলী খান শাহিন। মনোনয়ন বিক্রির প্রতিবাদে গতকাল বুধবার সকালে মোটরসাইকেল যোগে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বরে সমাবেশ করে। সমাবেশ শেষে তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ একাব্বর হোসেনের টাকার বিনিময়ে দলের মনোনয়ন বিক্রির অভিযোগ তুলে ধরেন। পরে তিনি মির্জাপুর প্রেসক্লাবে এসে মনোনয়ন বোর্ডের শীর্ষ এক নেতা নৌকা প্রতীক পেতে তার কাছে অর্ধকোটি টাকা দাবি করেছেন বলে অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।