Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

রাবিতেও কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:২৩ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটা সংস্কার আন্দোলনের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মানবন্ধনের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকর্মীদের মারধর করে ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ উঠেছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক মাহফুজা মোহিনী বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হই আমরা। এ সময় শান্ত ও শুভ নামের দুই শিক্ষার্থী ব্যানার নিয়ে সামনে দাঁড়াতেই রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে তাদেরকে বেধম মারধর করে। এ সময় উপায় না পেয়ে আশ্রয় নিতে কেন্দ্রীয় লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে তারা।’

সরেজমিনে ঘুরে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান করেছে। আন্দোলনের প্রস্তুতি নিতে গেলেই রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। তবে মানববন্ধনে দাঁড়াতে না পারলেও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে চেষ্টা করছে।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি। অন্যান্য দিনের মতো নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছি মাত্র।

তিনি আরো বলে, তবে আন্দোলনের নামে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ও প্রধানমন্ত্রীর নামে কটূক্তিকারীদের কোনো ছাড় দিবে না রাবি ছাত্রলীগ।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সব ধরনের ঝামেলা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে আছে।’

এর আগে শনিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা করেছে। এতে কোটা আন্দোলনের নেতা নুর হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ হামলার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধের ঘোষণা দেয়া হয়।

শনিবার হামলার পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান এ কর্মসূচির ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার

২৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ