Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রভাবশালীদের দখলে ৮ বালুমহাল - হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা সরকার হারাচ্ছে রাজস্ব

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের কাজিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় গত সাত বছর ধরে স্থানীয় প্রভাবশালীরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে ৮টি বালু মহাল নিয়ন্ত্রণে রেখে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছ। এতে সরকার বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে। বর্তমানে প্রভাবশালীদের নিয়োজিত লোকজন এসব বালু মহালের যমুনা ও ইছামতি নদীতে ড্রেজার মেশিন বসিতে অবৈধ বালু উত্তোলন করছে। প্রতিযোগিতমূলক বালু উত্তোলনের কারণে ওই সব এলাকায় শত শত জনবসতি চরমভাবে হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় স্থানীয় লোকজনের মাঝে আতস্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, বালু মহালগুলো ইজারা দিতে না পারায় সরকার প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। ইজারা না নিয়েও দিন-রাত এসব মহাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার পশ্চিম পার্শ্ব দিয়ে ইছামতি পূর্বপার্শ্ব দিয়ে যমুনা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে দিব্যি বালু উত্তোল করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। সূত্রে জানা গেছে, শুভগাছা, খুদবান্দি, মেঘাই, নতুন মেঘাই, পলাশপুর, বিলচতল, ভান্ডারবাড়ী ও গোসাইবাড়ীতে প্রভাবশালীদের সহযোগিতায় উত্তোলনকৃত বালু করে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করে আসছেন। এ ব্যাপারে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান জানান, অবৈধভাবে বালু তোলা বন্ধ করা হবে। অনেক সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের চাপের কারণে আমাদের হাত-পা গুটিয়ে বসে থাকতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রভাবশালীদের দখলে ৮ বালুমহাল - হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা সরকার হারাচ্ছে রাজস্ব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ