Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
বকেয়া বেতন ও অভার টাইমের টাকা চাওয়াকে কেন্দ্র করে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার সকালে সাভার সদর ইউনিয়নের জিনজিরা এলাকার ‘সিপিএম কম্পোজিট নিট (প্রা.) লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। শিল্প পুলিশ-১ সাভার জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল মোহন কুন্ড বলেন, মার্চ মাসের বকেয়া বেতন ও অভার টাইমের বিল গত মঙ্গলবার শ্রমিকদের পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু কিছু শ্রমিক তাদের বকেয়া পাইনি। গতকাল বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে তাকে বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে মালিকপক্ষ বিকালের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তাৎক্ষনিক তাদের পাওনাদি দাবি করে। এ নিয়ে মালিক পক্ষের লোকদের সাথে হাতাহাতি হয়। তখন কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তিনি আরো জানায়, মালিক পক্ষের সাথে আলোচনা করে বিকালের মধ্যে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা শান্ত হয়ে বেরিয়ে যায়। এ প্রসঙ্গে সিপিএম কম্পোজিট নিট (প্রা.) লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে কেউ কথা বলতে রাজী হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ