মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার মার্কিন পণ্যে শুল্ক বসিয়েছে কানাডা। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এভাবে শুল্ক আরোপ অব্যাহত থাকবে মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত। কানাডার সরকার প্রতিশোধমূলকভাবে মার্কিন যেসব পণ্যের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে সেগুলো হলো, ওহাইওর টমেটো কেচাপ এবং ফ্লোরিডার কমলার জুস। এর আগে চলতি বছরের জুনের শুরুর দিকে কানাডার স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। সেই সিদ্ধান্তের শোধ নিতেই পাল্টা শুল্ক বসানো হচ্ছে। জানা গেছে, আজ রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে করে এক হাজার দুইশ’ ৬৩ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক বসানো হবে। কানাডা এমন এক সময় এ ধরনের সিদ্ধান্ত নিল, যার মাত্র কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হবে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলান্ড এ ব্যাপারে বলেন, এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ ছিল না। সে কারণে আমরা এই পথটিই বেছে নিয়েছি। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।