মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পারমাণবিক অস্ত্রের জন্য গোপন স্থানে গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা। এনবিসি নিউজ এই বিষয়ে মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত এক ডজনের বেশি কর্মকর্তার কাছ থেকে বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের এই দাবি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়া আর পারমাণবিক হুমকি নয়। উত্তর কোরিয়া বিষয়ে সর্বশেষ মার্কিন গোয়েন্দা তথ্য অবহিত কর্মকর্তারা জানান, গত সাত মাসে পিয়ংইয়ং কোনও ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষা চালায়নি। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প জোরদার করেছে। এক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া মজুদ কমাচ্ছে বা উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে কোনও প্রমাণ নেই। দীর্ঘদিন ধরেই দেশটি আমাদের কাছ থেকে অনেক কিছু গোপন করেছে। তারা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করছে সেটার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দীর্ঘদিন ধরেই সন্দেহ করা হচ্ছে উত্তর কোরিয়া অন্তত একটি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প গড়ে তুলেছে। পরমাণূ নিরস্ত্রকরণের নির্দিষ্ট প্রতিশ্রæতি বাস্তবায়নে আলোচনার জন্য জুলাই মাসের শুরুতে উত্তর কোরিয়া যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর আগে ২৭ জুন উত্তর কোরিয়া ইয়ংবিয়ুন পরমাণু গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘৩৮ নর্থ’ জানায়, পারমাণবিক গবেষণা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এছাড়া কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। ওয়েবসাইটটি বলছে, ইয়ংবিয়ুন পরমাণু কেন্দ্রে ওয়াটার কুলিং ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে কুলিং ওয়াটার রিজার্ভার। কেন্দ্র পরিদর্শনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে দুইটি ভবন। এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।