মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ায় দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেয়া হবে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, তার সরকার তথ্য প্রযুক্তির মতো বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ বিদেশিদের তার দেশে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। আর এই দক্ষতার বিবেচনায় তাদের নাগরিকত্বও প্রদান করা হবে। মাহাথির বলেন, বিদেশিরা আমাদের চাহিদা অনুযায়ী বিশেষ ক্ষেত্রের দক্ষতা নিয়ে এই দেশে আসেন। আমরা তাদের থাকার জন্য অনুরোধ করবো এমনকি তাদের নাগরিকত্বও দেয়া হতে পারে যদি তারা চান। তিনি বলেন, আমরা আরও বেশি জ্ঞানী ও বুদ্ধিসম্পন্ন মানুষকে মালয়েশিয়ায় এসে থাকার আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা শিল্পায়নের প্রকল্পগুলোতে অবদান রাখতে পারেন। বিদেশি শ্রমিকদের নিয়ে যথাযথ নীতি তৈরীর জন্য তার সরকার কাজ করে যাচ্ছেন বলে জানান ৯২ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশিরা যেসব প্রশ্নযোগ্য আচরণ করছেন সেগুলোও বিবেচনা করা হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।