Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমন হচ্ছে তামিমদের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

 ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা বাংলাদেশের। আরো ছোট করে বললে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের। দিন শেষে ৮ উইকেটে ৪০৩ রান করেছে বাংলাদেশ। এর মধ্যে তামিম ও মাহমুদউল্লাহর রান ২২৭। সেঞ্চুরি পেয়েছেন দুই জনই। বাকিদের মধ্যে চল্লিশোর্ধে ইনিংস মাত্র দুটি, সাকিবের ৬৭ ও ইমরুলের ব্যাট থেকে আসে ৪০ রান। সফরে টাইগারদের যে ক্যারিবীয় পেস আক্রমণের চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন আলজারি জোসেপ। ৫৩ রানে ৪ উইকেট নেন এই পেসার।
২২ রানের মধ্যে লিটন, মুমিনুল ও নাজমুলকে হারিয়ে বিপাকে পড়া দলকে প্রাথমিক পথ দেখান সাকিব, তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়ে। এরপর তামিম-রিয়াদ জুটি থেকে আসে ১৬৫ রান। নুরুল হাসনও দ্রæত বিদায় নিলে মিরাজকে নিয়ে আবারো ৬২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ৪ জুলাই অ্যান্টিগুয়ায় হবে প্রথম টেস্ট। সাকিবদের নতুন কোচ স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট এটি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ