মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেইজিং’র সঙ্গে বাণিজ্য যুদ্ধ করার পরিণামে ওয়াশিংটনই ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওয়াশিংটনকে এ হুঁশিয়ারি দিয়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেইজিং’র বিরুদ্ধে ওয়াশিংটন বাণিজ্যিক অস্ত্র ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তার সর্বশেষ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে চীনের পুঁজি বিনিয়োগকে সীমিত করে ফেলা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর ওপর সীমাবদ্ধতা আরোপ করলে শেষ পর্যন্ত ওয়াশিংটনকেই ক্ষতির শিকার হতে হবে। গত ৮ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেন। প্রেসটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।