মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল নাসের জানজুয়া বলেছেন, ইসলামাবাদের সঙ্গে ভারতকে অবশ্যই শ্রদ্ধার সম্পর্ক রক্ষা করতে হবে। ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ’ আয়োজিত তিনদিনের আঞ্চলিক সম্মলনের দ্বিতীয় দিনে নাসের জানজুয়া এসব কথা বলেন। ‘আঞ্চলিক কানেক্টিভিটি এবং দক্ষিণ এশিয়ার ভূ-অর্থনীতি’ শীর্ষক এ সম্মেলনে অন্য বক্তারা বলেছেন, কয়েকবারের যুদ্ধ এবং পরমাণু শক্তিকেন্দ্রিক প্রতিদ্ব›িদ্বতা থাকার পরও এ অঞ্চলের জন্য পাকিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক স¤প্রসারণ হওয়া উচিত। নাসের জানজুয়া চলতি সপ্তাহে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। দেশটিতে জাতীয় নির্বাচনের আগে তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় তিনি পদত্যাগ করেন। জানজুয়া বলেন, পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্মানজনক সম্পর্ক রাখা উচিত। তিনি বলেন, অন্যদের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অর্থনীতি ও নিরাপত্তা হচ্ছে মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি বলেন, একমাত্র আঞ্চলিক কানেক্টিভিটির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি আনা সম্ভব যা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।