Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে গোপন বৈঠক থেকে তিন উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ আটক ৫

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১:১৭ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জামায়াতের গোপন বৈঠক থেকে তিন উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমান জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। 

শুক্রবার (২৯ জুন) সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমীর শাহীন সরদারের বাড়িতে চলমান বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও কালিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিন, আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা তারিক ওরফে তুষার, সদর উপজেলা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সিটি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, জামায়াত কর্মী খলিল ঢালীসহ পাঁচজন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রতাপনগর গ্রামে জামায়াতের গোপন বৈঠক চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শাহীন সরদারের বাড়ি থেকে তিন উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ পাঁচজনকে আটক ও বিপুল পরিমান জিহাদী বই-লিফলেট উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত সেক্রেটারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ