মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কালীপদ দাস : সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘পাকিস্তান যতক্ষণ না সন্ত্রাসবাদের পথ ছাড়ছে ততক্ষণ তাদের সঙ্গে পূর্ণাঙ্গ কোনও আলোচনা সম্ভব নয়। কারণ সীমান্তে যখন আমাদের লোক মারা যাচ্ছে তখন আর যাই হোক, কোনও আলোচনাই স্বস্তিকর নয়।’
পাকিস্তানের সাধারণ নির্বাচন হয়ে যাওয়ার পর কি তাদের সঙ্গে ভারতের আলোচনা সম্ভব ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুষমা বলেন, “পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে আমরা সব সময়ই তৈরি তবে সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে কখনও হতে পারে না। সীমান্তে যখন মৃতের কফিন তোলা হচ্ছে তখন আলোচনার আলাপ শুনতে কারোই ভালো লাগার কথা নয়।” তবে তিনি একথাও বলেছন যে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চলছেই। পররাষ্ট্রমন্ত্রী গিলগিট-বাল্টিস্তানের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণের ব্যাপারে পাকিস্তানের, ‘গিলগিট-বাল্টিস্তান অর্ডার, ২০১৮’-এর উপরও সরব হন এবং বলেন পাকিস্তান বরাবর ইতিহাসকে বিকৃত করে আসছে। পাকিস্তান আমাদেরকে ইতিহাস এবং ভূগোল পড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওটা হলো সেই দেশ যারা আইনের শাসনের উপর বিশ্বাস রাখে না। গত সোমবার পাকিস্তান জম্মু-কাশ্মীরের উপর ভারতের দাবি নস্যাৎ করে তাকে ভুল বলে উল্লেখ করেছে।
কিছুদিন আগে ভারতের গোয়েন্দা এজেন্সি ‘র’-এর প্রাক্তন প্রধান এ.এস. দুলতও বলেছেন “শান্তি বার্তা ব্যতিরেকে কাশ্মীর সমস্যার সমাধান হতেই পারে না।”
অন্যদিকে কাশ্মীরে প্রতিটি সফল সংঘর্ষের পর সন্ত্রাসবাদী দলের সঙ্গে নতুন নতুন জঙ্গী অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। একদিকে যখন সরকার শান্তি বার্তার কথা বলছে অন্যদিকে তখন আমাদের নিরাপত্তা বাহিনীকে দুই পরস্পর বিরোধী পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।