Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিশোরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

 কিশোরগঞ্জ পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৮৪ কোটি ৭২ লক্ষ ৮৯ হাজার ৫৯৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। জানা যায়, রাজস্ব খাত বাবদ ১৫ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৮১৪ টাকা উন্নয়ন খাতে, ৫৪ কোটি ৬২ লক্ষ ৭ হাজার ৯৯৫ টাকা এবং প্রকল্প বাবদ ৫ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। পৌরসভার নিজস্ব আয়ের উৎস হিসেবে বিভিন্ন প্রকার টেক্স, পানি সরবরাহ, লাইসেন্স নবায়ন, হাট বাজার, বাস টার্মিনাল ইজারাসহ পৌরসভার বিভিন্ন খাত থেকে আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। ব্যয়ের খাত হিসেবে পৌর মেয়র, কাউন্সিলার, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বিল পরিশোধসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে। উক্ত বাজেট ঘোষণার সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, টিসিএল এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ